ইরানে যুদ্ধে নিহতদের দাফনে শোকার্ত জনতার ঢল

1 Min Read
ইরানে যুদ্ধে নিহতদের দাফনে শোকার্ত জনতার ঢল। ছবি: টিভি থেকে নেওয়া
Highlights
  • জাতীয় পারমাণবিক সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, মার্কিন বিমান হামলায় ইরানের ‘পারমাণবিক সক্ষমতা’ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনও পরিষ্কার নয়।

ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে নিহত প্রায় ৬০ জনের জন্য রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠিত হয় ইরানে। নিহতদের মধ্যে আছেন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীরা।

বিবিসির খবরে বলা হয়, শনিবার তেহরানের ইঙ্গেলাব স্কয়ারের কাছে ইরানি পতাকায় মোড়ানো কফিনের পাশে ভিড় করেন শোকার্ত লাখো মানুষ। এই রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠানে তারা কালো পোশাকে অশ্রু সজল চোখে শ্লোগান দেন, নিহতদের ছবি ও জাতীয় পতাকা বহন করেন।

নিহতদের মধ্যে আছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি, ইসলামিক রেভল্যুশনারি গার্ডের প্রধান হোসেইন সালামি ও পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ মেহদি তেহরানচি।

ইরান কর্তৃপক্ষ জানিয়েছে, সংঘর্ষে তাদের ৬২৭ জন নিহত হয়েছেন। আর ইসরায়েলে নিহতের সংখ্যা ২৮ জন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ইরান আবারো সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন করলে ‘নতুন হামলা’ চালানো হবে।

অন্যদিকে, ট্রাম্পকে ‘অশ্রদ্ধাজনক’ বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাগচি।

জাতীয় পারমাণবিক সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, মার্কিন বিমান হামলায় ইরানের ‘পারমাণবিক সক্ষমতা’ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনও পরিষ্কার নয়।

১২ দিনের যুদ্ধের ধকল কাটিয়ে তেহরান আবার সচল হলেও, দৃশ্যত এর বাসিন্দারা এখনও আতঙ্কে রয়েছেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *