ইভ্যালির গ্রাহকদের জমা রাখা প্রায় ১৩ কোটি টাকা ফেরত দিয়েছে নগদ।
বিতর্কিত ও বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির গ্রাহকরা মোট ১৭ দশমিক ৬৯ কোটি টাকা জমা রেখেছিলেন নগদে। সেই টাকাই ফেরত পেলেন তারা।
২০২১ সালের অক্টোবরে ইভ্যালি বন্ধ হয়ে যাওয়ার পর টাকা ফেরাতে শুরু করে নগদ।
এ পর্যন্ত ২৪ হাজার ৬৩০ জন গ্রাহককে মোট ১২ দশমিক ৮৩ কোটি টাকা ফেরত দেওয়া হয়েছে। ধাপে ধাপে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হচ্ছে। যার মধ্যে ২০২৩ সালে ১ হাজার ৬৩১ গ্রাহককে ৬ দশমিক ১৪ কোটি টাকা এবং ২০২৪ সালে ২২ হাজার ৯৯৯ জন গ্রাহককে ৬ দশমিক ৬৮ কোটি টাকা ফেরত দেওয়া হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ জানিয়েছে, সরকারের নির্দেশনায় যথাযথ যাচাইয়ের পর এসব অর্থ ফেরত দেওয়া হয়েছে।
ফেরত প্রক্রিয়াটি বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের ডিজিটাল বাণিজ্য প্রযুক্তিগত কমিটির তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।
বর্তমানে নগদের কাছে ইভ্যালি গ্রাহকদের আরও ৪ দশমিক ৮৬ কোটি টাকা রয়েছে। নগদের পক্ষ থেকে জানানো হয়েছে, মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে বাকি টাকা ফেরত দেওয়ার জন্যও তারা প্রস্তুত রয়েছে।
নগদের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মোহাম্মদ শাহীন সারওয়ার ভূইয়া বলেন, ‘আমরা ইভ্যালি গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কাজটি নিষ্ঠার সঙ্গে পালন করেছি। আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছি এবং আশ্বস্ত করছি যে, নগদ সবসময় বাকি টাকা ফেরত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।’