টার্কিশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ উড়াল দেওয়া কিছুক্ষণ পরেই এর একটি ইঞ্জিনে আগুন ধরায় আবারও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরন করেছে ফ্লাইটটি।
মঙ্গলবার সকালের ওই দুর্ঘটনায় ফ্লাইটের ২৯০ জন যাত্রী অক্ষত ও নিরাপদে আছেন।
বিমানবন্দর সূত্র জানায়, টার্কিশ এয়ারলাইন্সের এয়ারবাস (ফ্লাইট টিকে ৭১৩) মঙ্গলবার সকাল ৭টার দিকে শাহজালাল বিমানবন্দর তুরস্কের ইস্তাম্বুলে যাত্রা করে।
উড্ডয়নের ১৫ মিনিটের মধ্যে বৈমানিক এর দুটি ইঞ্জিনের একটিতে আগুনের ফুলকি (স্পার্ক) দেখতে পান। এরপর দ্রুত সিদ্ধান্ত নিয়ে প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর দিয়ে তেল পুড়িয়ে সোয়া ৮টায় জরুরি অবতরণ করেন তিনি।
যাত্রীরা সকালেই সুস্থ্য রয়েছেন। এয়ারলাইন্স কর্তৃপক্ষ তাদের হোটেলে থাকার ব্যবস্থা করেছেন।
আকাশে উড়ন্ত পাখির ধাক্কায় ওই দুর্ঘটনা হতে পারে বলে বিমানবন্দর প্রকৌশলীরা প্রাথমিক তদন্তে মনে করছেন।