ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঈদুল আজহা উপলক্ষে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন। মোদিকেও পাল্টা শুভেচ্ছা বার্তা দিয়েছেন মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার পাঠানো এক বার্তায় মোদি ঈদের তাৎপর্য তুলে ধরে বলেন, ‘এই উৎসব আত্মত্যাগ, সহানুভূতি এবং ভ্রাতৃত্ববোধের মতো মূল্যবোধকে প্রতিফলিত করে, যা শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি আরও উল্লেখ করেন, ‘ঈদ এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি কোটি কোটি মানুষ আনন্দের সঙ্গে উদযাপন করে থাকেন।’
নরেন্দ্র মোদি প্রধান উপদেষ্টার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনাও করেন।

শুক্রবার প্রধান উপদেষ্টা ফিরতি বার্তায় মোদির এই আন্তরিক বার্তাকে স্বাগত জানান। তিনি বলেন, ‘এটি দুই দেশের মধ্যে বিদ্যমান যৌথ মূল্যবোধের প্রতিফলন।’
মুহাম্মদ ইউনূস আশাবাদ ব্যক্ত করেন, ‘দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ভবিষ্যতেও জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার পথ প্রশস্ত করবে।’
প্রধান উপদেষ্টার কার্যালয় রোববার ফেসবুকের ভেরিফায়েড পেজে প্রতিবেশি দুই রাষ্ট্রের সরকার প্রধানের চিঠি প্রকাশ করেছে।