লন্ডনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে দেড় ঘণ্টার বৈঠক ঘিরে ব্যাপক উচ্ছ্বাস দেখা দেয় সেখানের দলীয় নেতাকর্মীদের মধ্যে।
যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) ওই একান্ত বৈঠকটি শুরু হয়। সকাল সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টা) বৈঠক শেষ হয়।
এর আগে থেকেই ওই হোটেলের সামনে বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মীরা দলীয় পতাকা, সাবেক প্রেসিডেন্টে জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছবি নিয়ে উপস্থিত হন। সেখানে ইংরেজিতে ‘বাংলাদেশ ফার্স্ট’ লেখা বিশালাকায় একটি ব্যানার দেখা যায়।
নির্ধারিত সময়ের কিছু আগে বৈঠকস্থলে তারেক রহমান এসে পৌঁছালে তারা সুশৃঙ্খলভাবে শ্লোগান দিয়ে নেতাকে স্বাগত জানান। তারেক রহমান গাড়ি থেকে নেমে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।

ইউনূস-তারেক ওই বৈঠককে ঘিরে ডরচেস্টার হোটেলের আশেপাশে পুরো এলাকায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা।
নির্বাচনের সময় সূচি নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জুলাই অভ্যুত্থানের পর এটি অন্তর্বর্তী সরকারের প্রধান ও দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতার প্রথম বৈঠক। নির্বাচন, সংস্কারসহ বহু অমীমাংসিত বিষয় সমাধানে এ বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।