ইউনূসের সঙ্গে আট দলের বৈঠক সন্ধ্যায়

টাইমস রিপোর্ট
1 Min Read
অন্তর্বর্তী সরকার প্রধান মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টা কার্যালয়
Highlights
  • মুহাম্মদ ইউনূসের পদত্যাগের জল্পনা-কল্পনার ভেতরেই অনুষ্ঠিত হচ্ছে এই ধারাবাহিক মতবিনিময়।

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে রোববার বৈঠকে বসছে হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলনসহ আটটি ইসলামপন্থী দল ও সংগঠন। সন্ধ্যা পৌনে ছয়টায় রাজধানীর শেরেবাংলা নগরে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনায়’ এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সোমবার ইসলামী আন্দোলন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দলের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বৈঠকে অংশ নেবেন। এ ছাড়া অংশ নেবেন খেলাফত মজলিস, এবি পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, নেজামে ইসলাম পার্টি এবং হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা।

বৈঠকে নির্বাচন ও কাঠামোগত সংস্কার ছাড়াও স্বৈরতন্ত্রের পৃষ্ঠপোষক বলে অভিযোগ থাকা ব্যক্তিদের বিচারের দাবিতে করণীয় বিষয়ে পরামর্শ দেবেন দলীয় নেতারা।

শনিবার সন্ধ্যায় বিএনপি, জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দল ‘যমুনায়’ মুহাম্মদের ইউনূসের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছে। এতে বিএনপির পক্ষ থেকে ‘ডিসেম্বরের মধ্যে নির্বাচন’, জামায়াতের পক্ষ থেকে ‘ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন’ ও এনসিপির পক্ষ থেকে ‘নির্বাচন, সংস্কার ও বিচারেরর’ রোডম্যাপ দাবি করা হয়েছে বলে পৃথক প্রেস ব্রিফিংয়ে নেতারা জানিয়েছেন।

মুহাম্মদ ইউনূসের পদত্যাগের জল্পনা-কল্পনার ভেতরেই অনুষ্ঠিত হচ্ছে এই ধারাবাহিক মতবিনিময়। এরই মধ্যে ওই তিনটি রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা পদে থেকেই নির্বাচন অনুষ্ঠানে ইউনূসকে সমর্থন জানানো হয়েছে।

এমন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় দিনের এই মতবিনিময় বৈঠক।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *