ইউএনএফপিএ’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভের পরিচয়পত্র পেশ

টাইমস রিপোর্ট
2 Min Read
ইউএনএফপিএ’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভের পরিচয়পত্র পেশ। ছবি: সংগৃহীত
Highlights
  • যৌন ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন, যুবকদের ক্ষমতায়ন, জেন্ডার সমতা প্রতিষ্ঠা, জনসংখ্যাগত পরিবর্তন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা।

বাংলাদেশে নবনিযুক্ত জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্যাথরিন ব্রিন কামকং পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।

উপদেষ্টা হোসেন মাতৃস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, জেন্ডার সমতা ও যুব ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতিতে ইউএনএফপিএ’র গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন। তিনি কামকং-এর নেতৃত্বে ইউএনএফপিএ’র সঙ্গে সরকারের চলমান অংশীদারিত্ব আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অস্ট্রেলিয়ার নাগরিক কামকং আন্তর্জাতিক উন্নয়ন ও মানবিক সহায়তা খাতে দুই দশকেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন। বাংলাদেশে এই গুরুত্বপূর্ণ সময়ে ইউএনএফপিএ’র নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়াকে তিনি সম্মানের বিষয় বলে উল্লেখ করেন।

তিনি মাতৃ মৃত্যুর হার হ্রাস ও নারীদের গড় আয়ু বৃদ্ধিতে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেন।

‘তিন শূন্য’র-মাতৃমৃত্যু রোধে শূন্য সহনীয়তা, পরিবার পরিকল্পনায় অপূর্ণ চাহিদার শূন্যতা, এবং জেন্ডারভিত্তিক সহিংসতার শূন্য সহনীয়তা—প্রতি ইউএনএফপিএ’র প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে কামকং ২০২২–২০২৬ দেশ কর্মসূচির আওতায় অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরেন।

এর মধ্যে রয়েছে—যৌন ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন, যুবকদের ক্ষমতায়ন, জেন্ডার সমতা প্রতিষ্ঠা, জনসংখ্যাগত পরিবর্তন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা।

ইউএনএফপিএ’র বর্তমানে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ২৮৮ জন জাতীয় মিডওয়াইফ ও নারীবান্ধব স্থান পরিচালনার মাধ্যমে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে।

নগরভিত্তিক উদ্ভাবনী উদ্যোগ ‘মা জান’ মোবাইল অ্যাপের মাধ্যমে ইতোমধ্যে ২ হাজার ৭০০ এরও বেশি জটিল প্রসব সংক্রান্ত রোগীকে জরুরি সেবায় রেফার করা হয়েছে।

ক্যাথরিন কামকং-এর নিয়োগ বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ অর্জনের উদ্দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ—বিশেষ করে সমতা ভিত্তিক স্বাস্থ্যসেবা, জেন্ডার সহিংসতা প্রতিরোধ, এবং জনসংখ্যা ও জলবায়ুভিত্তিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *