আ.লীগ, জাপাসহ ১৪ দলের বিচারের দাবিতে ঐকমত্য ২২ দল

টাইমস রিপোর্ট
1 Min Read
রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের কার্যালয়ে আয়োজিত সর্বদলীয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ছবি: টাইমস

আওয়ামী লীগ ও জাতীয় পার্টি (জাপা) ১৪ দলের নেতাদের বিচারের দাবিতে সম্মিলিত কর্মসূচির বিষয়ে ঐকমত্য পোষণ করেছে ফ্যাসিবাদবিরোধী ২২টি দল।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদের কার্যালয়ে আয়োজিত সর্বদলীয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে করণীয় নির্ধারণে আয়োজিত এ বৈঠক করে দলগুলো। এতে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ ফ্যাসিবাদবিরোধী দলগুলো অংশ নেয়।

বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, ‘৪৮ ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে নূরুল হকের ওপর হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। এ ছাড়া নুরের ওপর হামলার প্রতিবাদের কেন্দ্রীয় শহীদ মিনারে দ্রুততম সময়ে সব দলের উদ্যোগে একটি সর্বদলীয় প্রতিবাদ সভার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনের সব পক্ষের মধ্যে ভেদাভেদ ভুলে ফের ঐক্যের ব্যাপারে সিদ্ধান্ত হয়।’

রাশেদ খান বলেন, ‘নুরের ওপর হামলার ছিল একটি টেস্ট কেস। তারা বুঝতে চেয়েছে বিষয়টিতে কী ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।’

২২ দলের সর্বদলীয় এ বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ ছাড়াও অন্যান্য দলের নেতারা উপস্থিত ছিলেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *