আসিফের ঘটনাটি ভুলেই হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

টাইমস রিপোর্ট
2 Min Read
সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ছবি: ইউএনবি

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভুলক্রমে ম্যাগাজিন নিয়ে এয়ারপোর্টে গিয়েছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ‘তবে এটি একে ফর্টি সেভেনের না। এয়ারপোর্টের প্রথম চেকিংয়ে কেন ধরা পড়ল না, সেটি খতিয়ে দেখা হবে। এজন্য আরও সতর্ক হতে বলা হয়েছে।’

সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, ‘একটি পিস্তলের খালি একটি ম্যাগাজিন ছিল। সেটি ভুলে রয়ে গিয়েছিল। এটা আসলে ভুলেই হয়েছে। অনেক সময় এমন হয় যে, আপনি একটা চশমা নিয়ে যাবেন কিন্তু চশমা না নিয়ে মোবাইল নিয়ে রওনা হয়ে গেছেন। এটা জাস্ট একটা ভুল। উনি যদি আগে জানতে পারতেন তাহলে কোনো অবস্থাতেই এটা নিতেন না।’

বৈধ লাইসেন্স পেতে বয়স ত্রিশ বছর হওয়া লাগে। কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স ত্রিশ হয়নি। তাহলে উনি এটা কীভাবে পেলেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি যেহেতু ওই আইনটা দেখিনি, সেহেতু এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।’

‘জুলাই-আগস্টের অনুষ্ঠান যাতে নির্বিঘ্নে করা যায় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য এ সভা করা হয়েছে,’ যোগ করেন তিনি। আরেক প্রশ্নের জবারে তিনি বলেন, জুলাই-আগস্ট অনুষ্ঠান ঘিরে কোনো হুমকি নেই।

নারীকে বিবস্ত্র করার ঘটনা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, কুমিল্লার মুরাদনগরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নিয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *