দেশের ক্রিকেটের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড-এর ঘরের ছেলে হয়ে উঠেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সর্বশেষ আসরে দলটিকে শিরোপা জেতানোতেও মোসাদ্দকের ব্যাটে-বলে দারুণ অবদান। কিন্তু ভাঙতে যাচ্ছে আবাহনী-মোসাদ্দেকের ১৩ বছরের যুগলবন্দী। জানা গেছে, ঢাকা লিগের আগামী মৌসুম থেকে লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে খেলবেন এই অলরাউন্ডার।
মৌসুম আসার আগেই মোসাদ্দেকের এই দলবদলের খবর নিশ্চিত করেছেন আবাহনীর ক্রিকেট কমিটির সচিব জিএস তামিম ও রূপগঞ্জের সচিব তরিকুল ইসলাম টিটু। মূলত আর্থিক দিক থেকে লাভবান প্যাকেজকেই প্রাধান্য দিচ্ছেন মোসাদ্দেক।
জানা গেছে, রুপগঞ্জে মোসাদ্দেক পাবেন ৭০ লাখ টাকা। যেখানে গত আসরের ঢাকা লিগে আবাহনী তাকে দিয়েছিল ৪৫ লাখ টাকা। অবশ্য আগামী মৌসুমের জন্য এই অলরাউন্ডারকে ৫০ লাখ টাকার প্রস্তাব দিয়েছিল ক্লাবটি।
বেশ কয়েক মৌসুম ধরেই আবাহনীর অধিনায়কত্ব করে আসছিলেন মোসাদ্দেক। আগের আসরে তুলনামূলক খর্বশক্তির দল নিয়েও দলকে চ্যাম্পিয়ন করেছেন তিনি। ব্যাটে-বলে অনবদ্য পারফর্ম করে হয়েছেন টুর্নামেন্ট সেরা। গত মৌসুমে ক্লাবের হয়ে এক যুগ পূর্ণ করায় জুটেছিল বিশেষ সম্মাননাও।
২০১৩ সালে আবাহনীর হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে অভিষেকের পর ১২৯ ম্যাচে ৪ সেঞ্চুরি আর ২৮ ফিফটিতে মোসাদ্দেক করেছেন ৩৯৬৪ রান। গড় ৪৬.০৯। অফ স্পিনে উইকেট নিয়েছেন ১০৮টি।