ফিলাডেলফিয়ার মাঠে ৩-১ থেকে ফিরিয়ে নিলেন ৩-৩ ড্র
সাবারু পার্কে হারের মুখ থেকে নাটকীয়ভাবে বাঁচল ইন্টার মায়ামি, আর সেই দৃশ্যপট বদলের নায়ক—আবারও লিওনেল মেসি। শেষ মুহূর্তে এক ফ্রি-কিকে গোল, এরপর বল বাড়িয়ে সতীর্থকে গোল করানো—দুটিতেই সরাসরি অবদান রেখে ৩-৩ গোলের ড্র নিশ্চিত করেন আর্জেন্টাইন জাদুকর।
ম্যাচে ৩-১ গোলে এগিয়ে ছিল ফিলাডেলফিয়া ইউনিয়ন। কুইন সুলিভানের চমৎকার গোলে এগিয়ে যাওয়ার পর টাই বারিবোর জোড়া গোলে প্রায় নিশ্চিত জয়ের পথে ছিল তারা। কিন্তু ৮৭ মিনিটে জ্বলে ওঠেন মেসি—চেনা স্টাইলে বাঁ পায়ের কার্লিং ফ্রি-কিকে বল জড়ান জালে।
যোগ করা সময়ের শেষ মিনিটে আবারও দৃশ্যপটে মেসি। তাঁর ভাসানো বল ডিফেন্সের গুলিয়ে সেগোভিয়ার পায়ে গিয়ে পড়ে, যিনি দারুণ এক শটে ম্যাচে সমতা ফেরান। দুই মাস পর গোল পেলেন সেগোভিয়াও।
প্রথমার্ধে দুর্দান্ত খেললেও দ্বিতীয়ার্ধে চাপে পড়ে যায় ফিলাডেলফিয়া। যদিও বারিবো নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান আবার বাড়িয়ে নেন, কিন্তু শেষের সেই দুই মুহূর্তেই সব পাল্টে দেন মেসি।
এই ড্রয়ে ১৪ ম্যাচে ইন্টার মায়ামির পয়েন্ট ২১। অপরদিকে, ফিলাডেলফিয়া (৩০ পয়েন্ট) টানা জয়ের ধারা হারালেও অপরাজিত থাকল টানা ৯ ম্যাচ। কিন্তু ম্যাচ শেষে আলোচনার কেন্দ্রবিন্দুতে একজনই—৩৭ বছর বয়সী মেসি, যিনি বারবার প্রমাণ করছেন, এখনও তিনি ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখেন।