আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০

1 Min Read

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছাকাছি এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। ভূমিকম্পের কারণে অন্তত ২০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আফগানিস্তানের স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, নানগারহার ও কুনার প্রদেশে ভূমিকম্পের কারণে ১১৫ জনের বেশি মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে হয় এবং এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর অন্তত আরও তিনটি কম্পন অনুভূত হয়েছে, যেগুলোর মাত্রা ছিল ৪.৫ থেকে ৫.২-এর মধ্যে।

এছাড়া, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ২০০ কিলোমিটার দূরে আফগানিস্তানের রাজধানী কাবুলে কম্পন অনুভূত হয় এবং প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও এর প্রভাব স্পষ্ট ছিল।

এটি আফগানিস্তানে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে একটি শক্তিশালী ভূমিকম্প ছিল। ২০২৩ সালের ৭ অক্টোবরও আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল, এতে চার হাজারের বেশি মানুষ নিহত হন।

আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো এবং স্থানীয় কর্তৃপক্ষ উদ্ধার কাজ চালাচ্ছে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা রয়েছে।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *