আন্দোলন বেগবানের হুঁশিয়ারি ইশরাকের

টাইমস রিপোর্ট
2 Min Read
বৃহস্পতিবার নগর ভবনের অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন ইশরাক হোসেন। ছবি: ফোকাস বাংলা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে নিজেকে শপথ গ্রহণে বাধা না দিতে সরকারকে সতর্ক করে দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, ‘সর্বোচ্চ আদালতের রায় অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয় অবিলম্বে শপথের ব্যবস্থা না নিলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন আরও বেগবান করা হবে।’

বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে উপস্থিত দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ইশরাক এসব কথা বলেন। এর আগে সুপ্রিম কোর্ট নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও গেজেট স্থগিত চেয়ে করা লিভ টু আপিল খারিজ করে দেয়। এর ফলে ইশরাকের মেয়র ঘোষণার বৈধতা বহাল থাকে।

ইশরাক বলেন, ‘দুই সপ্তাহ ধরে নগর ভবনের কার্যক্রম স্থবির হয়ে আছে শুধু শপথ অনুষ্ঠানে টালবাহানার কারণে। এটা করার কোনো এখতিয়ার সরকারের নেই। এখন আর বিলম্ব করলে তা আদালত অবমাননার শামিল হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি আইনের শাসনে বিশ্বাসী। আমরা আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই প্রতিটি পদক্ষেপ নিয়েছি। কিন্তু অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ও প্রশাসনের কিছু কর্মকর্তা আমার প্রতি রাজনৈতিক কারণে বৈষম্য করেছেন। আজকের রায় সেই বৈষম্যের প্রতিবাদ ও ন্যায়বিচারের বিজয়।’

ইশরাক দ্রুত শপথ অনুষ্ঠান আয়োজনের আহ্বান জানিয়ে বলেন, ‘এটা শুধু আমার অধিকার নয়, এটি আইনের বাস্তবায়ন।’

এর আগে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে ১৪ মে থেকে নগর ভবন ও কাকরাইল মোড়ে টানা আটদিন অবস্থান করেন তার সমর্থকরা। পরে নগর ভবনের সামনে আবারও শুরু হয় অবস্থান। এরফলে নগর ভবনে গ্রাহক সেবা বিঘ্নিত হওয়ার পাশাপাশি আশাপাশের এলাকায় দেখা দেয় তীব্র যানজট।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *