আত্মহত্যা-চেষ্টা: চিকিৎসাধীন অবস্থায় নারী ফুটবলারের মৃত্যু

টাইমস রিপোর্ট
1 Min Read
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: ফেসবুক পেজ

মেহেরপুর জেলা নারী ফুটবল দলের অধিনায়ক সুস্মিতা খাতুন আত্মহত্যা-চেষ্টার এক মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সুস্মিতা মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, ঘুমের ওষুধ সেবনের ফলে কিডনিতে জটিলতা দেখা দেওয়ায় তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।  সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা জানান, প্রায় এক মাস আগে সুস্মিতা ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করে। মুমূর্ষু অবস্থায় তাকে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে, এরপর সেখান থেকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসার পরও অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই মারা যান তিনি। তার আত্মহত্যার-চেষ্টার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।

সুস্মিতা মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের নাতনি ছিলেন। ফুটবলের পাশাপাশি তিনি ক্রিকেট ও ব্যাডমিন্টনেও জেলা পর্যায়ে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলেন।

তার অকালমৃত্যুতে হরিরামপুর গ্রাম, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং জেলার ক্রীড়াঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *