আজহারুলের খালাসে বিক্ষোভ মিছিল

টাইমস রিপোর্ট
2 Min Read
রাজু ভাস্কর্যের পাদদেশে বাম ছাত্রসংগঠনের নেতাকর্মীরা। ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুলকে খালাস দেওয়ার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাম ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীরা।

মঙ্গলবার বিকেল ৫ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। পরে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে তা শেষ হয়। এ মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বিপ্লবী ছাত্র মৈত্রী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলসহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা।

মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার বলেন, ‘একাত্তরের গণহত্যার দায়ে সাজাপ্রাপ্ত আসামি এটিএম আজহারকে বেকসুর খালাস দিয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সেই সাথে আমরা ইন্টেরিম গভর্নমেন্টকে হুঁশিয়ারি দিতে চাই বাংলাদেশের বুকে কোনো গণহত্যাকারীর ঠাঁই হবে না। ইন্টেরিম সরকার একটি বিপ্লবের পরে মানুষের মনে জন্ম নেওয়া আশাকে ভূলুণ্ঠিত করছে।’

বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বলেন, ‘অভ্যুত্থান পরবর্তী আমরা স্বপ্ন দেখেছিলাম স্বাধীন বিচার বিভাগের। কিন্তু সেই আকাঙ্ক্ষা ধুলিস্যাৎ করে দিয়েছে এই ইন্টেরিম গভর্নমেন্ট। এটিএম আজহারুল ইসলামের আইনজীবী তাজুল ইসলাম এখন রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী। এ কারণে আমরা বিশ্বাস করিনা তাদের মাধ্যমে কোনভাবে ন্যায় বিচার হতে পারে।’

জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুলের মুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দেয় ছাত্র ইউনিয়ন। সংগঠনটির সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার বেলা পৌনে ৩টার দিকে নিজের ফেসবুক একাউন্টে এ কর্মসূচির ঘোষণা দেন। তার কিছুক্ষণ পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *