আগস্টে রেমিট্যান্স এসেছে ২৪২ কোটি ডলার

টাইমস রিপোর্ট
1 Min Read

সদ্য শেষ হওয়া আগস্ট মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২৪২ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স। ২০২৪ সালের একই সময়ে রেমিট্যান্স ছিল ২২২ কোটি ডলার। অর্থাৎ আগের বছরের একই মাসের তুলনায় রেমিট্যান্স প্রবাহ প্রায় ৮ দশমিক ৯ শতাংশ বেড়েছে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থবছরের শুরু জুলাই মাসেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন রেকর্ড ২৪৮ কোটি ডলার রেমিট্যান্স।

২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাস—জুলাই ও আগস্টে দেশে এসেছে ৪৯০ কোটি ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময় এই পরিমাণ ছিল ৪১৩ কোটি ডলার। অর্থাৎ এক বছরে রেমিট্যান্স বেড়েছে ৭৭ কোটি ডলার, যা ১৮ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম৬ মানদণ্ড অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার মোট মজুত বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১০০ কোটি ডলার। এর আগে এটি ২ হাজার ৬০০ কোটি ডলারের বেশি ছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে রেকর্ড পরিমাণ প্রবাহ হয়েছিল। ওই বছরের শেষে দেশে এসেছে ৩ হাজার ৩৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *