ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়,শাহে আলম মুরাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিভিন্ন ঘটনায় ৬টি ফৌজদারি মামলা রয়েছে।

গত ৬ এপ্রিল সকাল সাতটার দিকে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা একটি ঝটিকা মিছিল করেন। তারা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দেন। মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই মিছিলে শাহে আলম মুরাদ নেতৃত্ব দেন বলে পুলিশ জানিয়েছে।