আইপিএল জয়ের উদযাপনে পদপিষ্ট হয়ে নিহত ১১

টাইমস রিপোর্ট
1 Min Read
চিন্নাস্বামী স্টেডিয়ামে সংবর্ধনার আয়োজন। ছবি: সংগৃহীত

ভারতের ব্যাঙ্গালোরে আরসিবি দলের প্রথমবারের মতো আইপিএল টুর্নামেন্ট জেতার বিজয় উৎসব চলাকালে মাঠের বাইরে সমর্থকদের হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ সময় অনেকে আহত হয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আইপিএলের ১৮ বছরের ইতিহাসে প্রথমবার আরসিবি এই খেতাব পেয়েছে মঙ্গলবার রাতে পাঞ্জাব সুপার কিংসকে হারিয়ে। সেই উপলক্ষে শহরের চিন্নাস্বামী স্টেডিয়ামে কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন দলের জন্য বুধবার সংবর্ধনার আয়োজন করেছিল।

 

সমর্থকদের হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত

সংবর্ধনার সময় মাঠের বাইরে প্রবল বিশৃঙ্খলা শুরু হয়। ঘটনার ভিস্যুয়ালে দেখা গেছে, আহত ও অচেতন মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভিড়ের চাপে ও পদপিষ্ট হয়ে অনেকেই সংজ্ঞা হারিয়ে ফেলেন।

কর্নাটকের কংগ্রেস সরকারের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার ঘটনার পর জানিয়েছেন, ‘ভিড়কে নিয়ন্ত্রণ করা যাচ্ছিলো না, আমরা তাদেরকে কঠোরভারে নিয়ন্ত্রণ করতে পারিনি।’

অতিরিক্ত মানুষকে একসঙ্গে করার জন্য ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘আমরা ৫ হাজারের বেশি পুলিশকর্মী মোতায়েন করেছিলাম। কিন্তু এরা ছিল তরুণ প্রাণবন্ত জনতার ভিড়, পুলিশ তাদের ওপর লাঠি চালাতে চায়নি।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *