অ্যাওয়ার্ড পেলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির তিন শিক্ষার্থী

টাইমস রিপোর্ট
2 Min Read
রোববার রাজধানীর একটি হোটেলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এক ‘মিট দ্য প্রেস’। ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডস-এর অ্যাওয়ার্ড অর্জন করেছেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের তিন শিক্ষার্থী। দেশটির হেগ শহরে ১১ থেকে ১৮ জুন অনুষ্ঠিত ছায়া আদালতে মামলা পরিচালনা করে এই অর্জন করেন তারা।

এতে বলা হয়, এ বছরের আইসিসি মুট কোর্ট কম্পিটিশন (আইসিসিএমসিসি) এ বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগ ‘আইবিএ স্পিরিট অফ দ্য কম্পিটিশন অ্যাওয়ার্ড ইন দ্য আইবিএ আইসিসি মুট কোর্ট কম্পিটিশন-২০২৫’অর্জন করেছে এই দলটি।

রোববার রাজধানীর একটি হোটেলে ইউনিভার্সিটির এক ‘মিট দ্য প্রেসে’ এ তথ্য জানানো হয়।

দলটির সদস্যরা হলেন-সাইয়েদ মাহিন, মাহবুবুর রহমান সোহাগ ও সোনালী রাজবংশী। তাদের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বিভাগের প্রভাষক সালসাবিল চৌধুরী।

আইবিএ আইসিসি মুট হলো আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কার্যক্রমের ওপর ভিত্তি করে গঠিত একটি প্রতিযোগিতা, যেখানে বিশ্বজুড়ে খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষার্থীরা অংশ নিয়ে আন্তর্জাতিক অপরাধ, মানবাধিকার ও মানবিক আইনের জটিল বিষয়গুলো নিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করে।

মুট কোর্ট মূলত একটি ছায়া আদালত যা বানানো হয় বাস্তব আদালতের মতো করে। মুট কোর্ট কম্পিটশনের মাধ্যমে একজন আইন শিক্ষার্থী আইনজীবী হওয়ার আগেই জানতে পারে একজন আইনজীবী কী করেন, কীভাবে করে এবং পুঁথিগত বিদ্যাগত থেকে বের হয়ে এসে ব্যবহারিক শিক্ষাও পেতে পারে শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান দিদারুল ইসলাম ভূইয়া, ডেপুটি ডিরেক্টর অ্যান্ড হেড জাহিদ হাসান, স্কুল অব ল-এর ডিন আজহারুল ইসলাম প্রমুখ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *