লুটের অস্ত্র উদ্ধারে নির্বাচন পর্যন্ত অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা

টাইমস রিপোর্ট
2 Min Read
সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি: পিআইডি
Highlights
  • উপদেষ্টা আরও বলেন, ‘দল এবং এলাকার ভিত্তিতে ঝুঁকির বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হবে। এক্ষেত্রে যাদের ঝুঁকি বেশি, তারা একটু বেশি সুরক্ষা পায়। যাদের ঝুঁকি কম, তাদের কম সুরক্ষা দেওয়া হয়।’

নির্বাচনের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার লক্ষ্যে এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারে নির্বাচন পর্যন্ত দেশে বিশেষ অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ‘আমার লক্ষ্য নির্বাচনের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখা। এজন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। আমরা ট্রেনিং দিচ্ছি এবং সরকারও ফোর্সের সংখ্যা বাড়ানোর অনুমোদন দিয়েছে। আমাদের যে পরিমাণ হাতিয়ারের উৎস চলে গেছে, সব উদ্ধার করতে পারিনি। এগুলো উদ্ধারের জন্য চেষ্টা সবসময় চলছে।’

সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় কোর কমিটির বৈঠকে দেশের সাম্প্রতিক ঘটনা, ভবিষ্যতে কী ধরনের ঘটনা ঘটতে পারে সেসব বিষয়ে আলোচনা হয়েছে বলেও সাংবাদিকদের জানান তিনি।

উপদেষ্টা আরও বলেন, ‘দল এবং এলাকার ভিত্তিতে ঝুঁকির বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হবে। এক্ষেত্রে যাদের ঝুঁকি বেশি, তারা একটু বেশি সুরক্ষা পায়। যাদের ঝুঁকি কম, তাদের কম সুরক্ষা দেওয়া হয়।’

‘মব সহিংসতা’ শূন্যে নামিয়ে আনা হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘মব ভায়োলেন্স আগের থেকে কমছে। এটি ধীরে ধীরে একেবারে নির্মূল হবে। মবের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।’

উপদেষ্টা বলেন, ‘৩ আগস্টের পর ৫ আগস্ট নিয়ে মানুষের মধ্যে কোনো আতঙ্ক নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো আছে এবং সবার সহযোগিতায় এদিনের অনুষ্ঠানগুলোও ভালোভাবে হবে।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছরেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত দেশের স্ট্যান্ডার্ডে পৌঁছায়নি। পরিস্থিতি খুব ভালো এমন কোনো ধারণা এত বছরে মিডিয়া বা সাধারণ মানুষ কোথাও দেখেনি। ভবিষ্যতে যারা আসবেন তারা যেন স্ট্যান্ডার্ডে যেতে পারে তার জন্য দোয়া করি। তবে আমাদের লেভেলে থেকেই আমরা চেষ্টা করে যাচ্ছি যতটা সম্ভব উন্নতি করার।’

মাদক বিষয়টি বিশেষ গুরুত্বসহকারে দেখা হলেও মাদক চক্রের মূল হোতারা ধরা-ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে বলে আক্ষেপ প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *