এবার অস্ট্রেলিয়ার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাকির আলম লেলিন। এ নির্বাচনে একমাত্র বাংলাদেশি প্রার্থী তিনি। নিউ সাউথ ওয়েলসের ওয়াটসন আসনে লড়বেন লিবারেল পার্টির টিকিটে।
ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া জাকির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে অস্ট্রেলিয়ায় অভিবাসন করেন ২০০৫ সালে। তিনি রিয়েল এস্টেট ব্যবসার পাশাপাশি বাংলাদেশি কমিউনিটি সেবায়ও সক্রিয়। করোনাকালে তার সংগঠন ‘জিয়া ফোরাম অস্ট্রেলিয়া’ পেয়েছে ‘কোভিড হিরো অ্যাওয়ার্ড’।
বহুসাংস্কৃতিক সমাজ, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার উন্নয়ন এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করাই তার নির্বাচনী অঙ্গীকার।
আগামী ৩ মে অস্ট্রেলিয়ায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।