দোয়া মাহফিল ও স্মরণসভার মাধ্যমে অস্ট্রেলিয়ায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় পালন করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী।
বিএনপি এবং জিয়া ফোরাম অস্ট্রেলিয়া শাখার নেতাকর্মীরা এ উপলক্ষে সিডনির লাকেম্বাস্থ একটি স্থানীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের পাশাপাশি স্মরণসভার আয়োজন করে।
জিয়া ফোরাম অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক জাকির আলম লেনিনের সঞ্চালনায় স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সোহেল মাহমুদ ইকবাল।
সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়ার রাজনৈতিক আদর্শ, দেশের স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান নিয়ে আলোচনা করেন বিএনপি অস্ট্রেলিয়ার সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী স্বপন, জিয়া ফোরামের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম রনী, রকিবুজ্জামান, মোঃ ফরিদ মিয়া, সৈয়দা মাসুদা কাদরী মিতা, ইয়াছিন আরাফাত অপু, তাফতুন নাঈম নিতু এবং মিজানুর রহমান।
সভার শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা হয়।