চার দশকের জনপ্রিয় গানের শিল্পী বেবী নাজনীন শনিবার (২৩ আগস্ট) উদযাপন করছেন জন্মদিন। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ শিল্পী জানান, এখন আর ঘটা করে জন্মদিন পালনের মানসিকতা নেই; পরিবার, সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছাই তার বড় প্রাপ্তি।
দীর্ঘদিন নতুন গান না আসার কারণ ব্যাখ্যা করে বেবী নাজনীন বলেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি দেশে থাকতে পারেননি, ফলে গান করা সম্ভব হয়নি। টেলিভিশন ও মঞ্চ থেকে বঞ্চিত হওয়ায় অনেক কাজ অসমাপ্ত থেকে গেছে। তবে তিনি জানান, অসমাপ্ত গানগুলোর কাজ আবার শুরু করেছেন, শিগগিরই নতুন গান পাবেন শ্রোতারা।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পদে থাকা বেবী নাজনীন বলেন, ছাত্র-জনতার আন্দোলনে নতুন বাংলাদেশ পাওয়া গেছে। শহীদদের স্মরণ করে তিনি জানান, দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূর্ণ হবে।
নিউইয়র্কে দীর্ঘ প্রবাসজীবনের পর গত বছর নভেম্বর দেশে ফেরেন বেবী নাজনীন। বিদেশে থাকাকালেও ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন তিনি।
অর্ধশতাধিক একক অ্যালবামসহ অসংখ্য দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন বেবী নাজনীন। আশা ভোঁশলে, কুমার শানু, কবিতা কৃষ্ণমূর্তি প্রমুখ শিল্পীর সঙ্গে কাজ করেছেন। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে— ‘আমার একটা মানুষ আছে’, ‘ওই রংধনু থেকে’, ‘প্রিয়তমা’, ‘সারা বাংলায় খুঁজি তোমারে’ প্রভৃতি।