অশুভ শক্তির তৎপরতা দৃশ্যমান: তারেক রহমান

টাইমস রিপোর্ট
1 Min Read
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের প্রতি জবাবদিহিসম্পন্ন সরকার প্রতিষ্ঠা ছাড়া গণতন্ত্রের সুরক্ষা সম্ভব নয়।

তিনি বলেন, ‘বর্তমানে অশুভ অদৃশ্য শক্তির তৎপরতা স্পষ্ট হয়ে উঠছে এবং কিছু দল পরিকল্পিতভাবে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে।’

রোববার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। তারেক রহমান আরও বলেন, ‘পুঁথিগত সংস্কারের তুলনায় জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কার্যকর গণতান্ত্রিক চর্চা জরুরি’

তিনি বলেন, ‘আমরা সংস্কারের পক্ষে, তবে জনগণের অধিকার চর্চা ছাড়া কোনো সংস্কার টেকসই হতে পারে না।’

তারেক রহমান বর্তমান অন্তর্বর্তী সরকারকে জনগণের অভিপ্রায় অনুযায়ী সরকার হিসেবে উল্লেখ করে বলেন, ‘তবে এর কাছ থেকে একটি কার্যকর ও জবাবদিহিমূলক সরকারের মতো পারফরম্যান্স আশা করা উচিত নয়। এই সরকারের ক্ষমতায় থাকার সময় তাদের দূর্বলতা আরও দৃশ্যমান হবে।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘বিএনপি রাজনীতিকে প্রতিশ্রুতির ফুলঝুরি হিসেবে দেখে না, বরং জনগণের জীবনমানের উন্নয়ন এবং নিরাপদ বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। আমরা সে লক্ষ্যেই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি, যেগুলোর কাজের কাগজপত্র শেষ পর্যায়ে রয়েছে।’

তারেক রহমান আসন্ন নির্বাচনে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠছে। বিএনপি গণতন্ত্র, ন্যায়, বিচার, আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কখনো পিছপা হয়নি, ভবিষ্যতেও হবে না।‘

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *