অভিনেতা সিদ্দিক ৩ দিনের রিমান্ডে

টাইমস রিপোর্ট
2 Min Read
অভিনেতা সিদ্দিকুর রহমান। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনের সময় গুলশানে ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় নাট্য অভিনেতা সিদ্দিকুর রহমানকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মো. জিয়াদুর রহমানের আদালতে রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক সামিউল ইসলাম আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামি সুকৌশলে ঘটনাস্থলে উপস্থিত থেকে অর্থের যোগান দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমাতে এ ঘটনা ঘটান।

মামলায় এজাহারনামীয় ২২৩ নম্বর আসামি হিসেবে তার নেতৃত্বে হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তদন্ত স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ, পলাতক আসামিদের গ্রেপ্তার, অর্থ যোগানদাতা ও পরিকল্পনাকারীদের তথ্য সংগ্রহ, নেতৃত্বদানকারীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য রিমান্ডে নেওয়া জরুরি বলে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন।

এর আগে, গত ২৯ এপ্রিল বেইলি রোডে কিছু যুবক সিদ্দিককে আটক করে মারধর করেন এবং পরে রমনা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেন। এরপর তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই সুবাস্তু নগরভ্যালির সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী। জুমার নামাজের পর আসামিদের গুলিতে আহত হয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা মো. সবুজ ২ জুলাই গুলশান থানায় মামলা দায়ের করেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *