বেশ কয়েকবার শোনা গিয়েছিল তানজিন তিশার চলচ্চিত্রে অভিষেক হচ্ছে। শাকিব খান, সিয়াম আহমেদ অনেকের বিপরীতে তার অভিষেক হওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে তার আর ছবিগুলোতে কাজ করা হয়নি। এ জন্য বেশ মন খারাপও করেছিলেন টেলিভিশন নাটকের এ জনপ্রিয় অভিনেত্রী। তবে তার সে মন খারাপের দিন শেষ হলো বলে। দেশের ইন্ডাস্ট্রি দিয়ে না, তার চলচ্চিত্রে অভিষেক হচ্ছে কলকাতার ইন্ডাস্ট্রি থেকে।
এম এন রাজু পরিচালিত ‘ভালোবাসার মরসুম’ শিরোনামের একটি ছবিতে সপ্তাহ তিনেক আগে তিনি চুক্তিবদ্ধ হয়েছে। যেখানে তার সঙ্গে অভিনয়ের কথা রয়েছে ‘থ্রি ইডিয়টস’খ্যাত বলিউড অভিনেতা শারমন যোশির। আরও থাকছেন টালিউডের সুস্মিতা চট্টোপাধ্যায়। বাংলাদেশ থেকে খায়রুল বাশারেরও থাকার কথা ছিল। তবে তার অন্য আরেকটি ছবির শিডিউলের সঙ্গে সময় মিলে যাওয়ায় তিনি ছবিটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।
টাইমস অব বাংলাদেশের সঙ্গে এক আলাপচারিতায় বুধবার দুপুরে পরিচালক রাজু জানান, ছবিটিতে তারা একটি সম্পর্কের গল্প বলবেন। যেখানে রয়েছে বাবা-মেয়ে, প্রেমিক-প্রেমিকা ও স্বামী-স্ত্রীর মধ্যকার সম্পর্কের নানান চড়াই-উত্তরায় উঠে আসবে।
তিনি জানান, ‘ভালোবাসার মরশুম’ ছবিতে শারমন যোশি অভিনীত চরিত্রের নাম আবির। তানজিন তিশা ও সুস্মিতার চরিত্রের নাম যথাক্রমে হিয়া ও পারমিতা। ছবিতে তানজিন তিশাকে একজন কলেজ ছাত্রীর চরিত্রে দেখা যাবে।
ছবির গল্পে দেখা যাবে, কলেজে পড়ার সময় অধ্যাপক আবিরের প্রেমে পড়েন হিয়া। কিন্তু আবির তখনো ভুলতে পারেননি তাঁর সাবেক প্রেমিকা পারমিতাকে। কিন্তু শেষমেশ হিয়ার সঙ্গে আবিরের প্রেমের সম্পর্ক তৈরি হয়, তাদের বিয়েও হয়। কিন্তু বিয়ের পর হিয়ার সঙ্গে আবিরের সম্পর্ক পাল্টাতে থাকে। হিয়াকে এড়িয়ে চলতে থাকেন আবির। কিন্তু কেন, তা বুঝে উঠতে পারেন না হিয়া। এমনই টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়ে যায় গল্প।
ছবিতে যেহেতু দুজন নায়িকা, তাহলে এর গল্প ত্রিভুজ প্রেমের? পরিচালক রাজ বলেন, কিছুটা ত্রিভুজ প্রেমের।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফকে শারমন যোশি জানিয়েছেন, এই সিনেমার জন্য বাংলা ভাষা শিখছেন তিনি। অভিনেতা বলেন, ‘সত্যজিৎ রায়ের অনেক বড় ভক্ত আমি। এখন প্রাদেশিক ভাষায় অনেক ভালো ভালো কাজ হচ্ছে। বাংলা সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে ভালো লাগছে। এর আগে বাংলা ভাষার কোনো সিনেমায় কাজ করা হয়নি।’
পরিচালক জানিয়েছেন, দার্জিলিংয়ে সিনেমার শুটিং শুরু হবে। বেশির ভাগ অংশের শুটিং হবে পাহাড়ে। আর কিছু অংশের কাজ হওয়ার কথা মুর্শিদাবাদে। মোট ২৫ দিন শুটিংয়ের পরিকল্পনা। আগামী বছরের পূজায় সিনেমাটি মুক্তির পরিকল্পনা নির্মাতাদের। মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চারের ছবিটি পরিচালনার পাশাপাশি গল্প লিখেছেন পরিচালক এম এন রাজ।
র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে তানজিন তিশার কর্মজীবন শুরু হয়। তিনি প্রথম মডেল হন অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত রবির একটি বিজ্ঞাপনে। ২০১২ সালে ইউটিউবে প্রচারিত রিজভি ওয়াহিদ এবং শুভমিতার গাওয়া ‘চোখেরি পলকে’ গানের ভিডিওতে অভিনয় করে তারকা খ্যাতি পান। তিনি ইমরান মাহমুদুল এর ‘বলতে বলতে চলতে চলতে’ গানটির ভিডিওতে অভিনয় করেছিলেন।
২০১৯ সালের ঈদুল আযহায় তাকে ‘ইউ অ্যান্ড মি’, ‘ডুডল অব লাভ’, ও ‘শিশির বিন্দু টু’ নাটকে দেখা যায়। কাজল আরেফিন অমির ‘ইউ অ্যান্ড মি’-তে তার বিপরীতে অভিনয় করেন আফরান নিশো। তিনি ‘পয়জন’, ‘শিকল’সহ বেশ কয়েকটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন।