৯ দিনেই কোটি পেরিয়ে ‘তোমাদের গল্প’

টাইমস রিপোর্ট
2 Min Read
‘তোমাদের গল্প’ নাটকের অভিনয়শিল্পীরা, ছবি: সিনেমাওয়ালা

ঈদের দর্শকনন্দিত ইউটিউব ফিল্ম ‘তোমাদের গল্প’র ভিউ ৯ দিনেই কোটি পেরিয়েছে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই কন্টেন্টে যৌথ পরিবারের বন্ধন ও রক্তের সম্পর্কের গুরুত্ব তুলে ধরা হয়েছে। ইউটিউবে ট্রেন্ডিংয়ে এখন বাংলা নাটকের মধ্যে চার নম্বরে আছে এটি।

গত ৩১ মার্চ বিকেল ৪টায় ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পায় ‘তোমাদের গল্প’। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এটি দেখা হয়েছে ১ কোটি ১ লাখ ২৮ হাজারের বেশি। এতে মন্তব্য পড়েছে প্রায় ৩২ হাজার।

দুই বাংলার দর্শক ও বিভিন্ন দেশের প্রবাসীরা ইউটিউবে মন্তব্যের ঘরে ‘তোমাদের গল্প’ নিয়ে নিজেদের ভালো লাগার অনুভূতি জানিয়েছেন। দেড় ঘণ্টা দৈর্ঘ্যের এই কন্টেন্টের বেশিরভাগ দৃশ্য দেখে দর্শকরা আবেগপ্রবণ হওয়ার কথা জানিয়েছেন। এরমধ্যে হৃদয়ছোঁয়া কিছু মুহূর্তে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।

‘তোমাদের গল্প’ নাটকে ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। ছবি:সিনেমাওয়ালা।

‘তোমাদের গল্প’তে দেখা যায়, শহুরে এক তরুণের গ্রামে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে যাওয়ার পর বিভিন্ন পারিবারিক ঘটনা। ছেলেটির নাম রাতুল। এ চরিত্রে ফারহান আহমেদ জোভানের অভিনয়ে মুগ্ধ দর্শকরা। রাতুলের চাচাতো বোন শালুর সঙ্গে তার দুষ্টু-মিষ্টি রসায়ন গড়ে ওঠে। শালু চরিত্রে তানজিম সাইয়ারা তটিনীর অভিনয়ের প্রতি ভালো লাগার কথা জানিয়েছেন অনেক ভক্ত।

‘তোমাদের গল্প’ নাটকের অভিনয়শিল্পীরা। ছবি: সিনেমাওয়ালা

নাটকটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, সাবেরি আলম, মনিরা আক্তার মিঠু, শিল্পী সরকার অপু, নাদের চৌধুরী, বড়দা মিঠু, এমএনইউ রাজু, সমু চৌধুরী ও শিশুশিল্পী আয়াত। এর চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। নাটকটিতে ব্যবহৃত গান আলাদাভাবে ভালো লেগেছে অনেকের। ‘মায়াজাল’ শিরোনামের গানটি গাওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। এছাড়া সুমন হোসেনের চিত্রগ্রহণ প্রশংসা কুড়িয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *