৬০ দিনের যুদ্ধবিরতিতে গাজা: ট্রাম্প

টাইমস রিপোর্ট
2 Min Read
গাজায় ইসরায়েলি বিমান হামলা, ফাইল ছবি। ছবি: এপি/ইউএনবি
Highlights
  • শর্তে বলা হয়েছে, যুদ্ধবিরতির সময় ইসরায়েলি বন্দি মুক্তি দেওয়া হবে, যার বদলে মুক্তি হবে ফিলিস্তিনি বন্দিদের।

ইসরায়েল গাজায় ‘যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিয়েছে,’ বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর খবরে বলা হয়, মঙ্গলবার ট্রাম্পের দেওয়া ওই ঘোষণারি পর তাৎক্ষণিকভাবে এটি স্পষ্ট নয় যে, হামাস যুদ্ধবিরোতির শর্তসমূহ মানবে কিনা।

শর্তে বলা হয়েছে, যুদ্ধবিরতির সময় ইসরায়েলি বন্দি মুক্তি দেওয়া হবে, যার বদলে মুক্তি হবে ফিলিস্তিনি বন্দিদের।

প্রশাসনিক কর্মকর্তারা জানান, হামাসকে এখন এই চুক্তিতে সম্মতি জানাতে হবে। সমাজ মাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেছেন, কাতার এবং মিসর এটি বাস্তবায়ন করবে।

‘আজ আমার প্রতিনিধি দল গাজার বিষয়ে ইসরায়েলিদের সঙ্গে দীর্ঘ এবং ফলপ্রসূ আলোচনা করেছে,’ বলেন ট্রাম্প।

তিনি আরো বলেন, ‘ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তাবলী মেনে নিয়েছে, যার সময় আমরা সকল পক্ষের সঙ্গে কাজ করব যুদ্ধ শেষ করার জন্য। কাতার এবং মিসর যারা শান্তি প্রতিষ্ঠায় অনেক পরিশ্রম করেছে, তারা এই চূড়ান্ত প্রস্তাবটি প্রদান করবে।’

‘আমি আশা করি, মধ্যপ্রাচ্যের মঙ্গলার্থে, হামাস এই চুক্তি গ্রহণ করবে’, যোগ করেন তিনি।

এর আগে সিএনএন জানিয়েছিল, ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটকফের এর নেতৃত্বে ওই যুদ্ধবিরতির প্রস্তাবটি কয়েক মাসের প্রচেষ্টার পর চূড়ান্ত হয়। ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার-এর ওয়াশিংটন সফর এবং ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের সময় এই প্রস্তাবটি আনা হয়েছিল।

নতুন প্রস্তাবটি কাতার মধ্যস্থতা করেছে, তারা হামাসের উদ্বেগের বিষয়গুলোও বিবেচনায় নিয়েছে।

ট্রাম্প আগামী সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি আশা করছেন, নেতানিয়াহু যুদ্ধ বন্ধ করতে চান।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *