উত্তরায় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনার ১২ দিন পর সীমিত পরিসরে খুলেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। রোববার নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য ক্লাস শুরু হয়েছে স্মরণসভা দিয়ে।
প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল শনিবার রাতে বলেন, ‘আমরা রোববার থেকে সীমিত পরিসরে ক্যাম্পাস খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ক্লাসও চলবে সীমিত আকারে।’
তিনি জানান, ‘স্বাভাবিক সময়ে প্রতিদিন আটটি ক্লাস হলেও আপাতত একটি বা দুটি ক্লাস নেওয়া হবে। শিক্ষার্থীরা যেন ধীরে ধীরে মানসিকভাবে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে বিষয়টিই আমরা গুরুত্ব দিচ্ছি।’
শিক্ষার্থীদের সহায়তায় শিক্ষকরা পাশে আছেন জানিয়ে তিনি বলেন, কাউন্সেলিং কার্যক্রম চলছে। বিমানবাহিনীর ব্যবস্থাপনায় ক্যাম্পাসেই চালু রয়েছে একটি চিকিৎসা ক্যাম্প, যেখানে শারীরিক ও মানসিক সহায়তা দেওয়া হচ্ছে।
গত ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণে নিয়োজিত যুদ্ধবিমান মাইলস্টোন স্কুলের ছাদে আছড়ে পড়ে আগুন ধরে যায়। দুর্ঘটনার দিনেই শিক্ষার্থীসহ অন্তত ২০ জন নিহত হন, যাদের বেশির ভাগই শিশু। পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৪ জনে।
পরদিন রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়।
প্রথমে ২৩ জুলাই পর্যন্ত তিন দিনের ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে তা বাড়িয়ে ২ আগস্ট পর্যন্ত নেওয়া হয়। এরপর রোববার সীমিত পরিসরে ক্লাস শুরু হলো।
দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের মধ্যে ৯ জন চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে। এখনও কয়েকজন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, যাদের কারও অবস্থা গুরুতর।