১০ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে ইসি

টাইমস রিপোর্ট
1 Min Read
প্রতীকী ছবি
Highlights
  • এ লক্ষ্যে এলাকাভিত্তিক ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, এ তালিকার ওপর দাবি ও আপত্তি গ্রহণ, সেসব দাবি ও আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত তালিকা প্রণয়ন করার জন্য কমিশন নির্দেশ দিয়েছে।

আগামী ১০ সেপ্টেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার কমিশনের উপসচিব মো. মাহবুব আলম শাহ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ ইতোমধ্যে কমিশনের অনুমোদন পেয়েছে এবং ২৬ জুন বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৮ (১) ও (২) অনুযায়ী ভোটগ্রহণের কমপক্ষে ২৫ দিন আগে গেজেটে ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ বাধ্যতামূলক।

এ লক্ষ্যে এলাকাভিত্তিক ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, এ তালিকার ওপর দাবি ও আপত্তি গ্রহণ, সেসব দাবি ও আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত তালিকা প্রণয়ন করার জন্য কমিশন নির্দেশ দিয়েছে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১০ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্র তালিকা প্রকাশ করা হবে। ২৫ সেপ্টেম্বর দাবি/আপত্তি গ্রহণের শেষ দিন এবং ১২ অক্টোবর দাবি/আপত্তি নিষ্পত্তির শেষ দিন। এ ছাড়া খসড়া ভোটকেন্দ্রের সম্ভাব্য তালিকা চূড়ান্ত করা হবে ২০ অক্টোবর।

ইসি জানায়, নীতিমালা অনুসারে ভোটকেন্দ্র ও ভোটকক্ষ নির্ধারণ, খসড়া তালিকা প্রকাশ ও আপত্তি নিষ্পত্তির পর চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে খসড়া ও সম্ভাব্য চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যাগত তথ্য (সফটকপিসহ) নির্বাচন সহায়তা-১ শাখায় পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *