জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়ি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হামলার শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার সন্ধ্যা সাতটার দিকে এই হামলা হয়। এ সময় গাড়িতে থাকা হাসনাত আব্দুল্লাহ হাতে আঘাত পেয়েছেন বলেও জানা গেছে। তবে কারা এবং কেন হামলা করেছে, সে বিষয়ে পুলিশ তাৎক্ষনিক তথ্য দিতে পারেনি। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও এ বিষয়ে কিছু বলা হয়নি।
গাজীপুর মহানগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান হামলার ঘটনা শুনেছেন বলে জানান। তিনি বলেন, ‘এখনো ঘটনার বিস্তারিত জানতে পারিনি। আমরা কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছি। ঘটনাস্থলে টিম গেছে।’
গাড়িতে হামলার পর হাসনাত আব্দুল্লাহ গাজীপুর বোর্ডবাজার এলাকায় আইইউটির ভেতরে অবস্থান নেন বলে জানা গেছে। পুলিশ সেখানে পৌঁছে ঘটনা জানার চেষ্টা করছে।
এনসিপির আরেক মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ঘটনার পর পরই এক ফেসবুক পোস্টে লিখেছেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।’
এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ লিখেছেন, ‘গাজীপুরের চান্দনা চৌরাস্তায় হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের গাড়িতে হামলা হয়েছে।’
হাসনাতের ওপর হামলার প্রতিবাদে রাত সাড়ে ৮টায় গাজীপুর চৌরাস্তায় বিক্ষোভ মিছিলের আয়োজন করে গাজীপুর মহানগর ছাত্রশিবির। রাত ৯টায় বিক্ষোভের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি গাজীপুর জেলা ও মহানগর শাখা।
হাসনাত আব্দুল্লাহ কী কারণে গাজীপুরে গিয়েছিলেন, তার সফরসঙ্গী কারা- সে বিষয়েও রাত নয়টা পর্যন্ত তথ্য পাওয়া যায়নি।