প্রায় ১৪ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকার পরও হবিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। দুটি সঞ্চালন লাইনের মধ্যে একটি দিয়ে সরবরাহ করা হচ্ছে। ফলে শহরের এলাকাভিত্তিক এক ঘণ্টা করে লোডশেডিং করা হচ্ছে।
হবিগঞ্জ বিদ্যুত বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল মুর্শেদ জানান শাহজীবাজার সুইচিং স্টেশন থেকে দুটি লাইনের মাধ্যমে হবিগঞ্জ বিদ্যুৎ সরবরাহ করা হয়।
আগুনে সিটি ও ব্রেকার পুড়ে যাওযায় একটি লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ফলে এক ঘণ্টা করে শহরে এলাকাভিত্তিক লোডশেডিং করা হচ্ছে, খবর ইউএনবির।
তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে নতুন ব্রেকার আনা হয়েছে। এটি স্থাপনের কাজ চলছে। তিনি আশা করছেন, রাতের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।
বৃহস্পতিবার রাত ৭টার দিক শাহজীবাজার বিদ্যুত উৎপাদন কেন্দ্রের ৩৩/১১ সুইচিং স্টেশনের কারেন্ট ট্রান্সফরমারে (সিটি) ও ব্রেকারে আগুন লেগে যাওয়ায় এ বিপর্যয় দেখা দেয়।
পরে হবিগঞ্জ পিডিবি ও পল্লী বিদ্যুত সমিতির আওতাধীন জেলার সকল এলাকা অন্ধকাচ্ছন্ন হয়ে পড়েছিল। বিদ্যুতের অভাবে বাসাবাড়ি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো স্বাভাবিক কাজকর্ম ব্যাঘাত ঘটে। বিশেষ করে পানির সংকট, মোবাইল ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শুক্রবার হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলো বের হয়নি বিদ্যুত না থাকায়।
রাতভর কাজ শেষে শুক্রবার সকাল ৯টায় হবিগঞ্জে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।