সালাহউদ্দিন-তাহের-নাহিদ দিলেন ঐক্যের বার্তা  

টাইমস রিপোর্ট
2 Min Read
জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালে বিরতির সময় হাতে হাত রেখে ছবি তোলেন বিএনপির সালাহউদ্দিন আহমদ, জামায়াতেরে আব্দুল্লাহ মো. তাহের ও এনসিপির নাহিদ ইসলাম। ছবি: বায়েজিদ আক্তার/টাইমস
Highlights
  • জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালে বিরতির সময় হাতে হাত রেখে ছবি তোলেন তারা।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের হাতে হাত রেখে সৌহার্দ ও ঐক্যের বার্তা দিয়েছেন।

বুধবার বিকালে কমিশনের বৈঠকের সময় ধারণ করা হয়। পরে সালাহউদ্দিন আহমেদ নাহিদ ইসলামকে স্নেহভরে জড়িয়ে ধরেন ও তার খোঁজখবর নেন।

সংরক্ষিত নারী আসনের নির্বাচন পদ্ধতি, দ্বি-কক্ষবিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত আইনের সংশোধন প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা চলাকালে বিরতির সময় হাতে হাত রেখে ছবিও তোলেন তারা।

বুধবার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের বিরতির ফাঁকে এ চিত্র দেখা গেছে। পরে নাহিদ ইসলামকে বুকে টেনে নেন সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি জিজ্ঞেস করেন নাহিদ কেমন আছেন?

মঙ্গলবার অনুপস্থিত থাকলেও, জামায়াতে ইসলামী বুধবার দ্বিতীয় দফার অসমাপ্ত আলোচনায় অংশগ্রহণ করে। সকালে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে অংশ নেয় দলটি।

এ সময় আরও উপস্থিত ছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ। দ্বিতীয় দফার এ আলোচনায় সভাপতিত্ব করছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বিএনপি, জামায়াত, এনসিপিসহ ৩০টি দল অংশগ্রহণ করে।

বৈঠকটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এ সময় আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার,  ইফতেখারুজ্জামান, মোহাম্মদ আইয়ুব মিয়া।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *