সানডের গোলে প্রথমার্ধে এগিয়ে বসুন্ধরা

টাইমস স্পোর্টস
1 Min Read
ছবি: বসুন্ধরা কিংস

কাতারের তপ্ত আবহাওয়া, মাঠে গরম আর আর্দ্রতার কষ্ট, সবকিছুর মাঝেই প্রথমার্ধে এগিয়ে বসুন্ধরা কিংস। ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াই চলছিল। এর মাঝেই ম্যাচের ৬ মিনিটে দলকে লিড এনে দেন নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে ইমানুয়েল। বক্সের ভেতর থেকে তাঁর নিখুঁত শট প্রতিপক্ষের জালে জড়িয়ে গেলে উল্লাসে ভাসে বাংলাদেশি সমর্থকদের ভরা গ্যালারি।

৪২ মিনিটে লিড দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ আসে ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল অগুস্তোর সামনে। কিন্তু সহজ সুযোগ নষ্ট করে ফেলেন তিনি। নিজে শট না নিয়ে যদি পাশে থাকা রাকিবকে পাস দিতেন, তাহলে হয়তো বল গড়াত আল কারামাহর জালে। সেই আক্ষেপ নিয়েই বিরতিতে যায় কিংস।

প্রতিপক্ষ সিরিয়ান ক্লাব আল কারামাহ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। কোচ ছাড়াই খেলতে নামা বসুন্ধরা কিংস বরং খেলেছে সুযোগসন্ধানী ফুটবল। একের পর এক আক্রমণ ঠেকাতে গিয়ে মাঝে কয়েকবার বিপদে পড়লেও গোলরক্ষক শ্রাবণ ও ডিফেন্স লাইন দৃঢ়ভাবে সামলেছে পরিস্থিতি। মাঠের প্রচণ্ড গরম ও আর্দ্রতা কিংসকে অনেকটা রক্ষণাত্মক খেলার দিকে ঠেলে দিয়েছে।

বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাস যেন পুরো কাতারের মাঠকে ঢেকে ফেলেছে। কিউবার ফরোয়ার্ড মিচেলকে প্রথম একাদশে না রাখলেও আশা করা হচ্ছে দ্বিতীয়ার্ধে তাঁকে দেখা যাবে মাঠে।

শুরুর একাদশ
শ্রাবণ (গোলকিপার), আগবাজি, তপু বর্মন, মো: সোহেল, রাকিব, ডোরিয়েল্টন, তাজ উদ্দীন, সোহেল রানা (সিনিয়র), সাদ উদ্দীন, সানডে ইমানুয়েল, রাফায়েল অগুস্তো।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *