জনপ্রিয় সংগীতশিল্পী জীনাত রেহানা মারা গেছেন।
বুধবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গুলশান আজাদ মসজিদে তার প্রথম নামাজে জানাজা হয়। পরে বিকেল ৩টায় চ্যানেল আই প্রাঙ্গণে আরেক দফা জানাজা শেষে শিল্পীকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
সংগীতশিল্পী জীনাত রেহানা ১৯৬৪ সালে পাকিস্থান রেডিওতে তালিকাভুক্ত হন। পরের বছর তিনি টেলিভিশনের শিল্পী হিসেবে কাজ শুরু করেন। এক পর্যায়ে তিনি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে যোগ দিলে গানের জগতে তাকে নিয়মিত পাওয়া যায়নি।
১৯৬৮ সালে জিনাত রেহানার গাওয়া গান ‘সাগরের তীর থেকে’ তুমুল জনপ্রিয়তা পায়। এছাড়াও তার অনেক গান শ্রোতাদের মন জয় করেছে। ‘একটি ফুল আর একটি পাখি বলতো কি নামে তোমায় ডাকি’, ‘আমি কাকন দিয়ে ডেকেছিলেম মুখে লজ্জা ছিল বলে’, ‘কপালে তো টিকলি পরবো না’, ‘আমি যার কথা ভাবছি মনে আনমনে’, ‘আমায় যদি ডাকো কাছে’ ইত্যাদি গান তাকে অমর করে তুলেছে। দীর্ঘ সময়ের পরে এসব গান আজও সমানভাবে জনপ্রিয়।