শাহীন চাকলাদার দম্পতির জমি-গাড়ি জব্দ

টাইমস রিপোর্ট
1 Min Read
যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদার ও তার স্ত্রী ফারহানা জাহান মালা। ছবি: সংগৃহীত

যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদারের ২৬টি স্থাবর সম্পত্তি ও তিনটি গাড়ি জব্দ এবং ১৬টি ব্যাংক হিসাবে তিন লাখ ১৫ হাজার শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী ফারহানা জাহান মালার এক লাখ ১০ হাজার শেয়ার ও তিনটি গাড়ি জব্দ করেছে আদালত।

বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

জব্দ করা সম্পত্তির মধ্যে ঢাকা ও যশোরে থাকা ২৬টি সম্পত্তির মূল্য ধরা হয়েছে ৯ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৫৯১ টাকা এবং ব্যাংক হিসাবে রয়েছে ১৮ লাখ ৯৪ হাজার ৩১১ টাকা। দুদকের সহকারী পরিচালক আল আমিন এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, মামলায় এজাহারনামীয় আসামি যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে নিজের ক্ষমতার অপব্যবহার করে ঘুষ-দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪২ কোটি ৪৬ লাখ ৬৪ হাজার ৬২৩ টাকা মূল্যের সম্পদের মালিকানা নিয়েছেন।

শাহিন চাকলাদারের ২৯টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩৪১ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৩৬৫ টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য রয়েছে। অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। এ অবস্থায় তাদের বিরুদ্ধে প্রাপ্ত সম্পদ জব্দ ও ফ্রিজ না করলে হস্তান্তরের সম্ভাবনা রয়েছে। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *