লতিফ সিদ্দিকীর গ্রেপ্তার ‘দেশের জন্য ক্ষতিকর’: বার্গম্যান

টাইমস রিপোর্ট
2 Min Read
‘জুলাই যোদ্ধা’ ব্যানারে কিছু যুবক অনুষ্ঠানস্থলে প্রবেশ করে ‘স্লোগান’ দেয় ও লতিফ সিদ্দিকীসহ অতিথিদের অবরুদ্ধ করে। ছবি: টাইমস

ব্রিটিশ সাংবাদিক ও মানবাধিকার কর্মী ডেভিড বার্গম্যান সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জন গ্রেপ্তারের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এই পদক্ষেপকে ‘সরকার ও দেশের জন্য ক্ষতিকর’ হিসেবে বর্ণনা করেছেন।

শুক্রবার এক ফেসবুক পোস্টে বার্গম্যান বলেন, ‘এটি পরিষ্কার নয় যে, বাংলাদেশ সরকার বা পুলিশ প্রশাসন—কারা সিদ্ধান্ত নিয়েছে যে মঞ্চ ৭১-এর বৈঠকটি ভণ্ডুল  করার পর তার আয়োজক ও অতিথিদের গ্রেপ্তার করা উচিত।’

তিনি বলেন, ‘ওই সিদ্ধান্ত সরকার বা দেশের স্বার্থের পক্ষে নয়।’

বার্গম্যান যুক্তি দেন যে, আলোচনার বিষয়বস্তু বা বক্তব্য নিয়ে মতভেদ থাকলেও, ‘ওই ১৬ জন গ্রেপ্তার হওয়া ব্যক্তি কোনো অপরাধ করেননি।’

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক সুবিধার জন্য কাউকে গ্রেপ্তার করা বা তাদের মানবাধিকার হরণ করা কোনোভাবেই ন্যায্য নয়।’

তিনি সতর্ক করে বলেন, ‘এটি এমন একটি ধারণা তৈরি করতে সহায়তা করছে যে, বর্তমান সরকার “১৯৭১ এর বিপক্ষে”।’

বার্গম্যান পুলিশকে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ দায়ের এবং আদালতকে জামিন না দেওয়ার জন্য সমালোচনা করেন। তিনি গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোকে ‘অবাস্তব’ এবং ‘রাষ্ট্রীয় মিথ্যাচার’ হিসেবে উল্লেখ করেন।

ডেভিড বার্গম্যান। ছবি: ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া

এরআগে, শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ ১৬ জনের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানির পর মহানগর হাকিম সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা, শাহবাগ থানার সহকারি পরিদর্শক (এসআই) তৌফিক হাসান আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেছিলেন।

পুলিশ জানিয়েছে, ওই মামলায় অজ্ঞাতনামা আরো ৭০ থেকে ৮০ জন আসামি রয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক একটি গোলটেবিল আলোচনা থেকে লতিফ সিদ্দিকী, অধ্যাপক কার্জনসহ বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, এর আগে ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে কিছু যুবক অনুষ্ঠানস্থলে লাঠিসোঁটা নিয়ে প্রবেশ করে ‘স্লোগান’ দেয় ও লতিফ সিদ্দিকীসহ অন্যান্য অতিথিদের অবরুদ্ধ করে। তারা অনুষ্ঠানের ব্যানার ছিঁড়ে ফেলে ও টেবিল ভেঙে ফেলে।

পরে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে এসে অনুষ্ঠানের অতিথিসহ আমন্ত্রিত ১৬ জনকে আটক করে। রাতে তাদের বিরুদ্ধে সন্ত্রাসদমন আইনে মামলা দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *