‘রেল ব্লকেড’ শিথিল, বৈঠকে পলিটেকনিক শিক্ষার্থীরা

টাইমস রিপোর্ট
1 Min Read
তেজগাঁও পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভের সাম্প্রতিক ছবি: সংগৃহীত
Highlights
  • শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই বুধবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খানকে সরিয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ছয় দফা দাবিতে ঘোষিত বৃহস্পতিবারের (১৭ এপ্রিল) ‘রেল ব্লকেড’ কর্মসূচি আপাতত শিথিল করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। শিক্ষা উপদেষ্টার আহ্বানে সকালে বৈঠকে বসছে আন্দোলনকারী প্রতিনিধিরা। বৈঠকের ফলাফলের ওপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।

আন্দোলনকারীদের প্রধান কার্যকরী উপদেষ্টা রহমত উল আলম শিহাব জানিয়েছেন, ‘প্রধান উপদেষ্টার অনুরোধে আমরা আজকের (বৃহস্পতিবার) কর্মসূচি স্থগিত রেখেছি। বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে।’

আন্দোলনের সময় গণদুর্ভোগ এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে বুধবার (১৬ এপ্রিল) রাজধানীর তেজগাঁও, সিলেটসহ বিভিন্ন জেলায় সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে: ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ প্রমোশন বাতিল, কারিগরি শিক্ষকদের জন্য স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠা, ইংরেজি মাধ্যমে মানসম্পন্ন কারিকুলাম চালু, ডিপ্লোমা পাস শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত এবং টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা।

এদিকে, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই বুধবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খানকে সরিয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থী রমজান আলী জানান, ‘সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমাদের বৈঠক হবে। ফলাফল না আসা পর্যন্ত কর্মসূচি শিথিল থাকবে।’

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *