যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই হামলা-পাল্টা হামলা

2 Min Read
তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শনে ইসরায়েল সেনাবাহিনীর দু’সদস্য। ছবি: এপি/ ইউএনবি

যুদ্ধবিরতির আলোচনার মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে ইসরায়েল ও ইরানের মধ্যে। মঙ্গলবার ভোরে তেহেরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। পাল্টা পদক্ষেপ নেয় ইরান। তেল আবিব লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করে ইরান।

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলার খবর জানিয়েছে ইসরায়েল সেনাবাহিনী। আইডিএফ জানিয়েছে, তারা ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে।

আইডিএফ আরও জানায়, তেল আবিবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে। পাশাপাশি জনসাধারণকে সতর্ক বার্তা পেলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ারশেভায় ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত অবস্থায় থাকা তিনজন মারা গেছেন বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল ও ওয়াইনেট নিউজ।

ইরান বলেছে, ইসরায়েল ‘অবৈধ আগ্রাসন’ বন্ধ করলে তারা আক্রমণ বন্ধ করবে।

এদিকে, ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন জায়গায় স্থানীয় সময় মঙ্গলবার ভোরের দিকে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের মধ্যাঞ্চলের আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। তেহরানের উপকণ্ঠে মেহরান ও ডিস্ট্রিক্ট ৬ এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যেতে নির্দেশনা দিয়েছিল ইসরায়েলের সামরিক বাহিনী। এর পরই তেহরানে হামলার খবর পাওয়া গেল।

ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানের ডিস্ট্রিক্ট ৭ এলাকার বাসিন্দাদেরও সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে।

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা করেন, ‘ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’

তিনি জানান, এই যুদ্ধবিরতি একপর্যায়ে চলমান সংঘাতের অবসানের পথে নিয়ে যাবে।

ট্রাম্পের এই ঘোষণাকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে দুই পক্ষের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি।

পরমাণু বিজ্ঞানী নিহত
তেহরানে ইসরায়েলি হামলায় দেশটির পারমাণবিক বিজ্ঞানী সেদিঘি সাবের নিহত হয়েছেন। ইরানের ইংরেজি ভাষার সংবাদমাধ্যম প্রেস টিভি তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রাথমিক খবরে জানা যায়, তেহরানের কেন্দ্রস্থল ফারদৌসি ও ভালি আসর সড়কের সংযোগস্থলে এই হামলা সংঘটিত হয়।

গত ১৩ জুন ইসরায়েল তার সামরিক অভিযান শুরু করার পর থেকে দেশটির একাধিক শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন। সেদিঘি সাবের সেই ধারাবাহিকতাতেই নিহত হলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *