আইনী জটিলতায় ৯ বছর ধরে মুক্তির অপেক্ষায় থাকা ভারতীয় সিনেমা ‘ধূমকেতু’ অবশেষে মুক্তি পাচ্ছে ১৪ আগস্ট। ভারতের পাশাপাশি সিনেমাটি বাংলাদেশেও মুক্তি দিতে আগ্রহী প্রযোজক ও নায়ক দেব। ছবিটির আরেক প্রযোজক রানা সরকার এ বিষয়ে যোগাযোগ শুরু করেছেন বলে জানা গেছে।
কলকাতার এ প্রযোজক শুক্রবার সকালে টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘আমাদেরকে অনেকেই ছবিটি বাংলাদেশে মুক্তি দেওয়ার কথা বলেছেন। শুনেছি আগে যে সাফটা চুক্তির আওতায় ছবি আমদানি-রপ্তানি হতো তা এখন বন্ধ রয়েছে। আমাদের ছবির নায়ক দেবও চান তার বাংলাদেশি দর্শকরা ছবিটি দেখুক।’
‘তবে আমরা বেআইনীভাবে আমাদের ছবি ওখানে দেখাতে চাই না। যত প্রকার আইন আছে সব মেনেই ছবিটি বাংলাদেশে মুক্তি দিতে চাই।’

জানা যায়, দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চল (সাফটা) চুক্তির আওতায় ভারতীয় চলচ্চিত্র বাংলাদেশেও মুক্তি পাচ্ছিল, বিপরীতে বাংলাদেশের চলচ্চিত্র মুক্তি পাচ্ছিল ভারতে। একটি ভারতীয় চলচ্চিত্র আমদানির বিপরীতে একটি বাংলাদেশী চলচ্চিত্র রপ্তানি করা হত। তবে প্রায় বছরখানেক ধরে এ প্রক্রিয়া বন্ধ রয়েছে। তবে ‘ধূমকেতু’ সিনেমাটির প্রযোজক ও নায়ক দেব তার চলচ্চিত্রটি বাংলাদেশে মুক্তি দিতে আগ্রহী হওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সপ্তাহখানেক ধরে কয়েকজন বাংলাদেশি চলচ্চিত্র পরিবেশকের সঙ্গে বৈঠক করেছেন রানা সরকারের প্রতিনিধি। তিনি নিজেও অনেকের সঙ্গে ফোনে কথা বলেছেন। তবে বৈঠকের ব্যাপারটি সরাসরি স্বীকার করেননি রানা সরকার।
তিনি বলেন, ‘আমরা বৈঠক করেছি এটা ঠিক নয়। আপনাদের অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, তাদের সঙ্গে কথা হচ্ছে।’
বাংলাদেশে ধূমকেতুর সম্ভাব্য আমদানিকারক হিসেবে অনন্য মামুনের প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের নাম শোনা যাচ্ছে।
এ ব্যাপারে রানা সরকার বলেন, ‘অনেকেই যোগাযোগ করছে। যিনি সমস্ত আইন-কানুন মেনে ছবিটি মুক্তি দিতে পারবেন, তার সঙ্গেই আমরা বাংলাদেশের পরিবেশক হিসেবে চুক্তি করব।’
‘যদি সব আইনী প্রক্রিয়া ঠিকঠাক করা যায় তাহলে ভারতের সঙ্গে একই তারিখে ছবিটি বাংলাদেশেও মুক্তি চাই। ছবিটি ভারতে আগামী ১৪ আগস্ট মুক্তি পাবে।’
জানা যায়, আলোচিত সিনেমা ‘ধূমকেতু’ -এর শুটিং হয়েছে ১২ বছর আগে। এতে দেবের বিপরীতে অভিনয় করেছেন শুভশ্রী। এটি আপাতত দেব-শ্রভশ্রী জুটির শেষ ছবি। এটির মূলত মুক্তির কথা ছিল ৯ বছর আগে। পশ্চিমবঙ্গের ১৪০টি সিনেমা হলসহ পুরো ভারতে ‘ধূমকেতু’ ছবিটির মুক্তির পরিকল্পনা নিয়েছেন প্রযোজক। দেবের সবশেষ ছবি ‘খাদান’ ইতিমধ্যে ২৫ কোটি টাকা আয় করেছে। সে সূত্রে প্রযোজক আশাবাদী ‘ধূমকেতু’ ভালো ব্যবসা করবে।
প্রযোজক রানা সরকারের ভাষ্যমতে, ভারতে ছবিটির ‘সিনেমা হল রাইটস’ যে পরিবেশকের কাছে বিক্রি করা হয়েছে, তাতে ছবির বাজেটের মূল টাকা উঠে এসেছে। ফলে এই সিনেমায় আর্থিক ক্ষতির সম্ভাবনা নেই।
দেব-শুভশ্রী জুটির ছবি আগের মতো এখন ক্লিক করবে কিনা- এমন প্রশ্নের জবাবে রানা সরকার বলেন, ‘আমাদের ছবির সঙ্গে মুম্বাইয়ের একটি প্রযোজনা সংস্থা যুক্ত ছিল। তাদের সঙ্গে বেশকিছু আইনী জটিলতা ছিল। সেগুলো সম্প্রতি নিষ্পত্তি হয়েছে। আর দেব-শুভশ্রীর জুটি দর্শক এখনও পছন্দ করে। তার প্রমাণ হচ্ছে, আমরা মাত্র ২৩ সেকেন্ডের একটি টিজার ও গান ছেড়েছি। যেগুলো ইতোমধ্যে দেড় কোটির বেশি মানুষ দেখেছে।’