চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা ও কেবি ফজলুল কাদের রোডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ফুটপাত দখল করে গড়ে তোলা প্রায় অর্ধশতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

চসিক জানায়, ফুটপাত দখল করে দোকান বসানো ও অবৈধ পার্কিংয়ের কারণে পথচারীদের চলাচলে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। এ কারণে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দোকানের মালামাল জব্দ ও স্থাপনাগুলো উচ্ছেদ করে।
তারা আরও জানায়, ফুটপাতে মালামাল রেখে ব্যবসা করা এবং অবৈধভাবে গাড়ি পার্কিং করার অপরাধে ছয়জন ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
চৈতী সর্ববিদ্যা বলেন, ‘জনদুর্ভোগ কমাতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ফুটপাত দখলকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’