প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে: সিইসি

টাইমস রিপোর্ট
1 Min Read
সিইসি এ এম এম নাসির উদ্দিন। ছবি: ভিডিও থেকে নেওয়া
Highlights
  • 'প্রবাসীদের ভোটগ্রহণের জন্য একাধিক পদ্ধতির সমন্বয়, অর্থাৎ হাইব্রিড পদ্ধতি ব্যবহারের প্রয়োজন হবে।'

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশন করতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ জন্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন তিনি

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে নির্বাচন ভবনে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সিইসি বলেন, ‘আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। আমরা এ নিয়ে কাজ করছি। তবে রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া এ উদ্যোগ সফল করা সম্ভব নয়।’

সিইসি এ এম এম নাসির উদ্দিন আরও বলেন, ‘আমরা পরবর্তী নির্বাচনে অন্তত (প্রবাসী ভোট) শুরু করতে চাই। অন্তত যাত্রা শুরু হোক। পৃথিবীর বিভিন্ন দেশে শুরু করে আবার এগোতে পারেনি। অনেক দেশ চালু করেছে, অনেক দেশ চালু করতে পারেনি।’

তিনি বলেন, ‘আমরা যখন দায়িত্ব নিই, প্রথম থেকেই প্রবাসী বাংলাদেশিদের ভোটিং আগামী নির্বাচনে চালু করার বিষয়ে উদ্যোগী হই। আমরাও ওয়াদাবদ্ধ, প্রবাসীদের ভোটের বিষয়ে প্রধান উপদেষ্টাও জাতির কাছে একই ওয়াদা করেছেন।’

সিইসি বলেন, ‘প্রবাসীরা যখন কথা বলেন, তাদের ভোটের ব্যবস্থা করার দাবি জানিয়ে এসেছেন বরাবরই। গণমাধ্যমেও লেখালেখি দেখি, রাজনৈতিক নেতারাও একই বিষয়ে সোচ্চার।’

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘প্রবাসীদের ভোটগ্রহণের জন্য একাধিক পদ্ধতির সমন্বয়, অর্থাৎ হাইব্রিড পদ্ধতি ব্যবহারের প্রয়োজন হবে।’

 

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *