বঙ্গভবন নিরাপত্তার দায়িত্বে থাকা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. সুমন রেজাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. রিপন (৩০) নামের ওই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে ডিবি তেজগাঁও বিভাগের একটি দল।
ডিবি জানিয়েছে, গত ১২ আগস্ট সকাল পৌনে ১০টার দিকে সোনারগাঁও ক্রসিং এলাকায় দায়িত্বরত পুলিশ সার্জেন্ট এক ছিনতাইকারীকে আটক করতে গেলে সে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল দিয়ে যাওয়া এডিসি সুমন রেজা গাড়ি থেকে নেমে তাকে আটকানোর চেষ্টা করলে ছিনতাইকারী তার হাতে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে এডিসি রেজার ডান হাতের অনেকটা কেটে যায়। পরে এ ঘটনায় তেজগাঁও থানায় মামলা করা হয়।
ডিবির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার রিপনের বিরুদ্ধে তেজগাঁও থানায় চারটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে।