চলতি বছরের আগস্টে সাদা বলের দুটি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। কিন্তু নির্ধারিত তিন ম্যাচের ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ এই বছর আর হচ্ছে না। আনুষ্ঠানিক ঘোষণায় এই সিরিজ এক বছর পিছিয়ে দিল বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল অফ ইন্ডিয়া (বিসিসিআই)। শনিবার প্রথমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ইমেইলে ও পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানায়, আসন্ন আগস্টের বদলে ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারত।
বিসিবির সাথে আলোচনার পরই সফর পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। যেখানে কারণ হিসেবে দেখিয়েছে দুই দলের ঠাঁসা আন্তর্জাতিক সূচির ব্যস্ততাকে। নতুন সূচি জানানো হবে আগামী বছরের সফরের আগে।
সাদা বলের দুই সিরিজের জন্য মাস দুয়েক আগেই চূড়ান্ত করা হয় সূচি। ১৩ আগস্ট বাংলাদেশে আসার কথা ছিল ভারত দলের। কিন্তু ভারত সরকারের অনুমতির অপেক্ষায় থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারছিল না বিসিসিআই। ভারতের একাধিক সংবাদমাধ্যমেও প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক কারণে এই সফর পিছিয়ে যাওয়ার কথা। কারণ গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাবে দুই দেশের কুটনৈতিক ও রাজনৈতিক সম্পর্কেও শীতলতার প্রভাব স্পষ্ট।
সব মিলিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সবুজ সংকেত না পাওয়াতে, সফর পিছিয়ে দিল বিসিসিআই। বিসিবিও আগে থেকেই জানত, এই সফর পিছিয়ে যাওয়ার সম্ভাবনা নিয়ে। কদিন আগে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও জানান, স্থগিত হতে পারে ভারতের বাংলাদেশ সফর। তবে ওয়ানডে সুপার লিগের অংশ হওয়ায় বাতিলের সুযোগ নেই এই সিরিজের। তাই আগামী বছরের সেপ্টেম্বরের উইন্ডোকেই বেছে নিয়েছে দুই দেশের ক্রিকেট বোর্ড।