জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বোর্ড সভা হয়। সভা শেষে এক সংবাদ সম্মেলনে স্নিগ্ধ এ কথা জানান।
জানা গেছে, বোর্ডের সিদ্ধান্ত অনুসারে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর। স্নিগ্ধ এখন এই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের বড় ভাই।
গত বছর সেপ্টেম্বরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠনের সময় স্নিগ্ধকে এই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছিল। পরে তাকে চিফ এক্সিকিউটিভ অফিসারের (সিইও) দায়িত্ব দেওয়া হয়। এই ফাউন্ডেশনের মাধ্যমে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে।