নির্বাচনী শোডাউনে জামায়াত, ১৯ জুলাই ‘জাতীয় সমাবেশ’

টাইমস রিপোর্ট
2 Min Read
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি: জামায়াতের ফেসবুক পেজ

১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাওয়া ‘জাতীয় সমাবেশ’ সফল করার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। এ সমাবেশের মধ্যদিয়ে নির্বাচনী শোডাউন করবে দলটি। অন্তত মাস দু’য়েক ধরে জেলা পর্যায়ে বিভিন্ন সভা-সমাবেশে নির্বাচনী প্রচার চালাচ্ছেন জামায়াতের কেন্দ্রীয় নেতারা।

১৯ জুলাইয়ের ঢাকা সমাবেশ সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটির’ এক প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জুলাই-আগস্ট মাস বাংলাদেশের গণঅভ্যুত্থানের গৌরবময় স্মৃতির স্মারক। সেই সময়ে জাতীয় সমাবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রক্তের বিনিময়ে যে স্বৈরাচারের পতন হয়েছিল, সেই চেতনার বাস্তবায়নের লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।’

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীর ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নের মাধ্যমেই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পূর্ণতা পাবে। এ সমাবেশ সফল করতে সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশের ধর্মপ্রাণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

তিনি সমাবেশ সফল করতে দেশবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

সভায় দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের সেক্রেটারি যথাক্রমে ড. শফিকুল ইসলাম মাসুদ ও ড. রেজাউল করিমসহ কেন্দ্র ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আসন্ন জাতীয় সমাবেশ সফল করার জন্য তিনি সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, জামায়াতে ইসলামী ঘোষিত ৭ দফা আদায়ের মাধ্যমেই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সফলতা অর্জন করতে হবে।

জামায়াতের ৭ দফা দাবির মধ্যে রয়েছে সব গণহত্যার বিচার, প্রয়োজনীয় মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন,৪. জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *