নিবন্ধন চেয়ে ইসিতে এনসিপির আবেদন

টাইমস রিপোর্ট
1 Min Read
Highlights
  • তারা দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ চেয়ে আবেদন করেছেন।

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আবেদনে দলীয় প্রতীক হিসেবে চাওয়া হয়েছে জাতীয় ফুল শাপলা।

রোববার দলের সদস্য সচিব আখতার হোসেন সাংবাদিকদের বলেন, ‘আরপিওর অধীনে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য প্রয়োজনীয় সব শর্ত পূরণ করে আমরা নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছি। তারা আবেদন গ্রহণ করেছে।’

এ সময় দলের মূখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেন, তারা দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ চেয়ে আবেদন করেছেন। বিকল্প প্রতীক হিসেবে ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ চাওয়া হয়েছে।

এনসিপি জানায়, দলটি এখন পর্যন্ত ১৩০টি উপজেলা কমিটি এবং প্রায় ৩০টি জেলা কমিটি গঠন করেছে। এর আগে, গত ১০ মার্চ নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া শুরু করে ইসি।

৪৬টি দল নিবন্ধনের সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করার পর ২০ এপ্রিল ইসি নিবন্ধনের সময়সীমা দুই মাস বাড়িয়ে দেয়।

২০০৮ সালে রাজনৈতিক দলের নিবন্ধন চালু করা হয়। বর্তমানে ইসি নিবন্ধিত রাজনৈতিক দল ৫০টি।

ইসিতে যাওয়া এনসিপি প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে আরও ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *