শ্রীলংকার বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। এই ম্যাচের একাদশে বাংলাদেশ এনেছে দুটি পরিবর্তন। শরীফুল ইসলামের সাথে একাদশে এসেছেন শেখ মাহেদী হাসান। বাদ পড়েছেন নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন।
তিন পেসার, দুই স্পিনার ও ছয় ব্যাটার কম্বিনেশন বেছে নিয়েছে বাংলাদেশ। ওদিকে শ্রীলংকা খেলছে অপরিবর্তিত একাদশ নিয়ে। ফিরে এসেছেন স্পিনার দুনিথ ভেল্লাল্লাগেও। দুদিন আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ চলাকালীন বাবা হারিয়েছেন এই বাঁহাতি স্পিনার। তার প্রয়াত বাবার সম্মানে ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে খেলা শুরুর আগে।
এই ম্যাচে তাওহিদ হৃদয়ের বাদ পড়ার গুঞ্জন থাকলেও তাকে রাখা হয়েছে একাদশে। তবে আজ পঞ্চম বোলারের অভাব ঘুচতে যাচ্ছে বাংলাদেশের। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের স্পিন সহায়ক উইকেটে বাংলাদেশের শক্তি বাড়াতে মাহেদীকে ফেরানো হয়েছে দলে।
বাংলাদেশ একাদশ:
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (অধিনায়ক/উইকেটকিপার), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকার আলি, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান
শ্রীলংকা একাদশ: পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কামিল মিশারা, কুশল পেরেরা, চরিত আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ভেলালাগে, দুশমন্থা চামিরা, নুয়ান তুষারা