ড্যাফোডিলের সেই শিক্ষক বরখাস্ত

admin
By admin
1 Min Read
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক তাহমিনা রহমান। ছবি: সংগৃহীত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক তাহমিনা রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়টির জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বিভাগে কর্মরত ছিলেন।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে ডাকা কর্মসূচিতে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা ক্লাস বর্জনের সিদ্ধান্ত নিলে প্রভাষক তাহমিনা রহমান ক্ষুদ্ধ হন। তিনি কর্মসূচি পালনের আগে অথবা পরে ক্লাসে অংশ নিতে শিক্ষার্থীদের অনুরোধ করেন। তাতে শিক্ষার্থীরা সম্মত না হলে তিনি ‘ডাবল অ্যাবসেন্ট’ করার হুমকি দিয়েছিলেন।

শিক্ষার্থীরা হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিলে শিক্ষিকার আচরন নিয়ে সমালোচনা শুরু হয়। শিক্ষার্থীদের সঙ্গে ভুল বোঝাবুঝি নিয়ে তাহমিনা রহমান ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা চান। কিন্তু শিক্ষার্থীরা তাতে নমনীয় না হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাহমিনাকে সাময়িক বরখাস্ত করেন।

বিশ্ববিদ্যালয়টির এক্সটার্নাল অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান রাজু বলেন, ‘তাহমিনা হোয়াটস্যাপ গ্রুপে শিক্ষার্থীদের সঙ্গে যেভাবে আলাপ করেছেন, তা শোভনীয় নয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের সিদ্ধান্তে সমর্থন দিয়েছে আগেই। সেখানে তিনি বিপরীত আচরন করেছেন। তাৎক্ষণিক সিদ্ধান্তে তাহমিনা রহমানকে প্রাথমিকভাবে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে পরে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *