উত্তর আমেরিকার দেশ ডোমিনিক রিপাবলিকের নাইটক্লাবে মঙ্গলবার (৮ এপ্রিল) একটি কনসার্ট চলাকালে ছাদ ধসে অন্তত ৯৮ জন নিহত ও ১৬০ জন আহত হয়েছেন।
এবিসি নিউজ ও বার্তা সংস্থা এপি জানায়, নিহতদের মধ্যে রয়েছেন মন্টে ক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজ, গায়ক রুবি পেরেজ, সাবেক মেজর লিগ বেসবল খেলোয়াড় অক্টাভিও ডোটেল ও টনি ব্ল্যাঙ্কো।
সান্তো ডোমিঙ্গোর ‘জেট সেট’ নামের নাইটক্লাবে ওই কনসার্টে প্রায় ৩০০ দর্শক উপস্থিত ছিলেন। কনসার্ট শুরু হওয়ার প্রায় এক ঘণ্টা পরে রুবি পেরেজ গান গাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকর্মীরা সারারাত ধ্বংসস্তূপের নিচে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালান। তারা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছেন। নাইটক্লাব কর্তৃপক্ষ বলেছে, এ বিষয়ে তারা সর্বাত্মক সহযোগিতা করবে।
ডোমিনিক রিপাবলিকের প্রেসিডেন্ট লুইস আবিনাদের তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি উদ্ধার কার্যক্রম তদারকি করেন এবং নিহতদের পরিবারকে সমবেদনা জানান।